শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪
সম্পূর্ণ খবর
Sumit | ২৮ এপ্রিল ২০২৪ ১৭ : ০৩Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সোমবার সুপ্রিম কোর্টে ফের অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। নিজের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে কেজরিওয়াল শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সোমবার সেই মামলার শুনানি। সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে হবে এই মামলার শুনানি। কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন দিল্লির অ্যাপেক্স কোর্ট যেভাবে তাঁর অবৈধ গ্রেপ্তারি নিয়ে নীরব ছিলেন তার বিরুদ্ধে তিনি শীর্ষ আদালতে যাবেন। কেজরিওয়াল বলেছিলেন, লোকসভা ভোটের আগে যেভাবে তাঁকে গ্রেপ্তার করা হল তা নিয়ম বিরুদ্ধ। ইডিকে ব্যবহার করে কেন্দ্রের বিজেপি সরকার ভোটের আগে তাঁকে জেলে ভরেছে বলেও অভিযোগ করেছিলেন কেজরিওয়াল।